Bengal Election 2021: ভোট শুরুর আগে মুর্শিবাদে রানিনগরে উত্তেজনা, বোমাবাজিতে আহত ১


নিজস্ব প্রতিবেদন: ভোট শুরু আগে মুর্শিবাদে রানি নগরে উত্তেজনা। বোমাবাজির খবরও এসে পৌঁছিয়েছে। পাশাপাশি সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।  জানা গিয়েছে, রানিনগর কেন্দ্রে পানিপিয়া চক্ররামপুরে কংগ্রেস-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। বোমাবাজিতে আহত হয়েছে ১ জন। 

আরও পড়ুন: আজ সপ্তম দফার ভোট, পাঁচ জেলার ৩৪ আসনে

লোচনপুরে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে গতকাল (রবিবার) রাতে। ঘটনায় ১ জন কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার পর রানিনগর এলাকায় একাধিক জায়গা অশান্ত হয়ে ওঠে। এই অভিযোগ  করেন ফিরোজা বেগম। আজ সকাল থেকে তাদের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।   Supply hyperlink

Leave a Reply